Posts

মোবাইলেই এবার যৌনসুখ ! বিশ্বজুড়ে ঝড় তোলা এইসব অ্যাপগুলো ট্রাই করেছেন?

Image
স্বামী, স্ত্রী, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকলেও অনেকেই জীবনে একটু অন্য স্বাদ খোঁজেন! বেরিয়ে আসতে চান 'কমিটেড' সম্পর্কের একঘেয়েমি থেকে! পছন্দ করেন রহস্য- রোমাঞ্চের হাতছানি! আর সেই কারণেই বহু মানুষ দ্বারস্থ হন টিন্ডার বা বাম্বলে-র মতো ডেটিং অ্যাপ-এর। কিন্তু শুধু টিন্ডার-এ সীমাবধ্য থাকবেন কেন ? জানেন কী, এমন অনেক ডেটিং অ্যাপ রয়েছে, যা বলে বলে গোল মারবে টিন্ডারকে! রইল সেরকমই ৪-টি অ্যাপের হদিশ-- Photo Source: Collected ই-হারমনি: অন্যান্য অনেক ডেটিং অ্যাপের মতো কেবল শারীরিক চাহিদা পূরণের ব্যবস্থাই করে না এই অ্যাপটি, পাশাপাশি সম্পর্কের চূড়ান্ত পরিণতি অর্থাৎ বিয়ের ব্যবস্থাও করে দেয় ৷ Photo Source: Collected জুকস: অনেকেই লাজুক স্বভাবের হন! কাউকে পছন্দ হলেও সরাসরি বলতে পারেন না! এই অ্যাপের মাধ্যমে সেই 'অসম্ভব' কাজটি আপনি সহজেই করে ফেলতে পারবেন! এখানে কিছু মেসেজ আগে থেকেই তৈরি করা থাকে। সেই মেসেজের মাধ্যমেই আপনি নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন। Photo Source: Collected

facebook : facebook এর নতুন ফিচার ! এবার থেকে টাইপ না করেই হবে দুর্দান্ত চ্যাটিং

Image
খুব তাড়াতাড়ি ফেসবুক ইউজার্সদের জন্য নিয়ে আসতে চলেছে একটি উপহার ৷ সংস্থার এই অ্যাপে Messenger এর অ্যাপে আরও বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে ৷ শুধুমাত্র কমান্ড দিলেই হবে কাজ ৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এই সুবিধার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা টাইপ না করেই পাবেন মেসেজ পাঠাতে পারবেন ৷ ছবি সংগৃহীত ৷ জানা গিয়েছে M নামক অ্যাসিস্ট একটি বোতাম দেওয়া থাকবে ৷ তার সাহায্যেই কমান্ড দিয়ে মেসেজ পাঠাতে পারবেন খুব তাড়াতাড়ি এই পদ্ধতি আসছে ৷ ইনস্টল করলেই মিলবে সুবিধা ৷ ছবি সংগৃহীত| শোনা যাচ্ছে এই বৈশিষ্ট্যতে পাওয়া যাবে মোবাইল পোন স্পর্শ না করেই যেকোনও মেসেজ পাঠানো যাবে ৷ কাটবে ভাষায় গেরোও সঙ্গে ৷ ছবি সংগৃহীত ৷ ফেসবুকের পক্ষ থেকে এই সুবিধার কথা বিস্তারিত ভাবে জানানো হয়েছে ৷ সংস্থা আপাতত নিজেদের কর্মচারীদের মধ্যে পরীক্ষামূলক ব্যবহার করবে ৷ ছবি সংগৃহীত ৷ এর আগে সোনা গিয়েছিল ফেসবুক মেসেঞ্জারে Aloha অ্যাসিস্ট্যান্ট ফিচার আনবে ৷ যা পোর্টাল ভিডিও চ্যাটস্ক্রিনের একটি বিশেষ উল্লেখযোগ্য অংশে পরিণত হয়ে উঠবে ৷ ছবি সংগৃহীত ৷

Archive