facebook : facebook এর নতুন ফিচার ! এবার থেকে টাইপ না করেই হবে দুর্দান্ত চ্যাটিং

খুব তাড়াতাড়ি ফেসবুক ইউজার্সদের জন্য নিয়ে আসতে চলেছে একটি উপহার ৷ সংস্থার এই অ্যাপে Messenger এর অ্যাপে আরও বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে ৷ শুধুমাত্র কমান্ড দিলেই হবে কাজ ৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এই সুবিধার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা টাইপ না করেই পাবেন মেসেজ পাঠাতে পারবেন ৷ ছবি সংগৃহীত ৷
জানা গিয়েছে M নামক অ্যাসিস্ট একটি বোতাম দেওয়া থাকবে ৷ তার সাহায্যেই কমান্ড দিয়ে মেসেজ পাঠাতে পারবেন খুব তাড়াতাড়ি এই পদ্ধতি আসছে ৷ ইনস্টল করলেই মিলবে সুবিধা ৷ ছবি সংগৃহীত| শোনা যাচ্ছে এই বৈশিষ্ট্যতে পাওয়া যাবে মোবাইল পোন স্পর্শ না করেই যেকোনও মেসেজ পাঠানো যাবে ৷ কাটবে ভাষায় গেরোও সঙ্গে ৷ ছবি সংগৃহীত ৷
ফেসবুকের পক্ষ থেকে এই সুবিধার কথা বিস্তারিত ভাবে জানানো হয়েছে ৷ সংস্থা আপাতত নিজেদের কর্মচারীদের মধ্যে পরীক্ষামূলক ব্যবহার করবে ৷ ছবি সংগৃহীত ৷
এর আগে সোনা গিয়েছিল ফেসবুক মেসেঞ্জারে Aloha অ্যাসিস্ট্যান্ট ফিচার আনবে ৷ যা পোর্টাল ভিডিও চ্যাটস্ক্রিনের একটি বিশেষ উল্লেখযোগ্য অংশে পরিণত হয়ে উঠবে ৷ ছবি সংগৃহীত ৷

Comments

Archive

Popular posts from this blog

মোবাইলেই এবার যৌনসুখ ! বিশ্বজুড়ে ঝড় তোলা এইসব অ্যাপগুলো ট্রাই করেছেন?